জকিগঞ্জে সদ্য প্রয়াত কবি ও শিক্ষাবিদ অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চলের স্মরণে মরণোত্তর সম্মাননা ও স্মরণসভা বাস্তবায়নের লক্ষে এক প্রস্তুতি সভা মঙ্গলবার রাত ৮ টার সময় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চলের স্মরণে স্মরণসভা ও এ উপলক্ষে একটি স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহন করা হয়। তাছাড়া জকিগঞ্জের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ মরণোত্তর সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। আয়োজকেরা জানান আগামী ৩০ নভেম্বর শনিবার জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত ছিলেন স্মরণসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক কবি এমএ ফাত্তাহ, জকিগঞ্জ সাংস্কৃতিক অঙ্গনের সভাপতি মোঃ বেলাল উদ্দিন. জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি জুবায়ের আহমদ, মোহনা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি শিপুল আমিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জামাল আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ টিভির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুকিত, শাহবাগ মাদ্রাসার সম্মানিত শিক্ষক জুবায়ের আহমেদ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন পুসাজের দায়িত্বশীল জসিম উদ্দিন লস্কর প্রমুখ।