পরচর্চা
কুড়ে ঘরে থাকি আমি
খাই শাক ভাত,
কোন মতে আক্ষেপ ছাড়া
কাটে দিন রাত।
বন্ধু আমার অনেক আছে
শত্রু নেই কেউ,
মাঝে মধ্যে শুনি কিন্তু
কুকুরের ঘেউ ঘেউ।
না জেনে যদি তুমি
কর কারো মন্তব্য,
জেনে রেখো দোজখ তোমার
হয়ে যাবে গন্তব্য।
তুহমত আর পরচর্চা
যদি না ছাড়ো,
বুজতে হবে শয়তান এবার
ছওয়ার হইছে ঘাড়ো।
যার পাপ সে পাপি
তোমার পাপে তুমি,
সকলকে করবে ঘ্রাস
মাটির এই ভুমি।
হাদিসের বাণী হলো
মুমিনেরা ভাই ভাই,
আমি তুমি তার মাঝে
কোন তফাত নাই।