সিলেটে বিজিবির অভিযান: ৭৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ ৪৮ ব্যাটালিয়নের পৃথক অভিযানে ৭৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ও শুক্রবার (২৯ নভেম্বর) সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৪৮ ব্যাটালিয়ন সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে আসা চিনি, সানগ্লাস, শীতের কম্বল, সাবান, সুপারি, সিরামিক চায়ের কাপ, গরু, গাড়ির টায়ার, শুটকি মাছ ও মদসহ চোরাচালান পণ্য জব্দ করে। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন, শিং মাছ, চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং পাথর উত্তোলনকারী একটি নৌকাও জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ ৩৪ হাজার ২৩০ টাকা।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, “সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এই অভিযানের অংশ হিসেবেই এসব পণ্য জব্দ করা হয়েছে।”

বিজিবি আরও জানায়, জব্দকৃত পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সবুজ প্রান্ত/ উবেদুল্লাহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন