ফুলতলী ছাহেব বাড়ীর তত্বাবধানে সুনামগঞ্জে আগুনে পুড়া ৪ টি ঘর নির্মাণ

ফুলতলীর বড় ছাহেব আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরীর সরাসরি তত্বাবধানে পরিচালিত লতিফি হ্যান্ডস কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জামালবাজ ও জামালগঞ্জ উপজেলার সরদারপুর গ্রামে আগুনে পুড়ে যাওয়া অসহায় মানুষদের ৪টি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

গত ৫ নভেম্বর সকাল ১১টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় ঐ ৪টি পরিবারের বসত ঘরসহ যাবতীয় আসবাবপত্র। ঘটনার পর থেকে পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতের জীবন যাপন করে আসছেন।

মুর্শিদে বরহক আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী পরিচালিত লতিফি হ্যান্ডসের ব্যবস্থাপনায় ৪টি পরিবারের জন্য নতুন ঘর এবং যাবতীয় আসবাবপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
নবীনতর পূর্বতন