জকিগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ১


জকিগঞ্জে শিবেন্টু রায় (৩৫) নামের ওয়ারেন্টভূক্ত ১ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে জকিগঞ্জ পৌরসভার হাইদ্রাবন্দ গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

শিবেন্টু রায় খলাছড়া ইউনিয়নের হামিন্দপুর গ্রামের পতি রায় বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে সিআর ১৬৭/২৩ মামলা রয়েছে। ঐ মামলার ওয়ারেন্টভূক্ত আসামি সে।

জকিগঞ্জ থানার মিডিয়া অফিসার এসআই মফিদুল হক সজল জানান, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন ও জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম মাহমুদ হাসান রিপনের নির্দেশনায় এএসআই  আবুল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামীকে গ্রেফতার করা হয়েছে ও বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।
নবীনতর পূর্বতন