সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়নে ক্যান্সার রোগী জহিরুল ইসলামকে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ননকমিশন অফিসার কুয়েত প্রবাসী গোলাম রহমান গোলাপের পৃষ্ঠপোষকতায় ও সুরমা প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) বাদ মাগরিব সুরমা ইউনিয়নের ক্যান্সার রোগী জহিরুল ইসলামের গ্রামের বাড়িতে সংস্হার পক্ষ থেকে নগদ ৩১ হাজার ৪ শত ৪০ আর্থিক অনুদান তার হাতে তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজার জামে মসজিদের ইমাম মাওলামা আনোয়ার হোসেন, বরকতনগর (বন্দেরবসড়ী) জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুস শহীদ, মহব্বতপুর বাজার জামে মসজিদের ক্যাশিয়ার ব্যবসায়ী আব্দুল হামিদ, প্রমূখ।
এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ননকমিশন অফিসার কুয়েত প্রবাসী গোলাম রহমান গোলাপের পৃষ্ঠপোষকতায় সুরমা প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা বিভিন্ন সময় এলাকার বিবাহ যোগ্য নারীদের বিবাহ,অসুস্থদের চিকিৎসা সহায়তা,অসহায়, দুস্থ্দের বাড়িঘর নির্মান,রমজানে ইফতারী, খাদ সামগ্রী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে।
বিষয়
মানবতার কল্যানে