দেশের প্রিয় শায়খুল হাদীস
দেখলে যাকে মন থেকে সব
চিন্তা হতো দূর
তিনি হলেন নাইবে রাসুল
মুহাদ্দিস ছাহেব হুজুর।
ইলিম কালাম আল্লাহ তাঁকে
করছেন এতো দান
দেশের প্রিয় শায়খুল হাদীস
মো. হবিবুর রহমান।
তাঁকে তুমি জান্নাত দিও
ওগো দয়াময়
তাহার সাথে আমরা সবার
হাসর যেন হয়।
লেখকঃ প্রতিষ্ঠাতা ও সভাপতি, মোহনা সাহিত্য - সংস্কৃতি সংসদ, সিলেট।