স্থানীয় সূত্রে জানা যায়, শাহপরান এলাকার মঈন গ্রুপ ও টাওয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। বিরোধ নিরসনের উদ্দেশ্যে সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। তবে বৈঠকে কোনো সমঝোতা না হওয়ায় রাত ১০টায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয় এবং সহিংসতার মাত্রা বাড়ে। এতে বিল্লাল আহমদ মুন্সীসহ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করেন।
নিহত বিল্লাল বাহুবল আবাসিক এলাকার জহুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় রংমিস্ত্রি ছিলেন এবং স্থানীয় যুবদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
সবুজ প্রান্ত/ উবেদুল্লাহ