কানাইঘাটে আইসক্রিম বিক্রেতার লাশ উদ্ধার

কানাইঘাট প্রতিনিধি :: শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে কানাইঘাট পৌর শহরের আল-রিয়াদ পয়েন্টের পাশে সেলিম আহমদের ভবনের নিচতলায় আইসক্রিমের একটি দোকানের ভেতর থেকে আব্দুর রহমান লাল মিয়া (৫০) নামের এক আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহমান লাল মিয়া কানাইঘাট উপজেলার ৫ নং বড়চতুল ইউনিয়নের লখাইর গ্রামের বাসিন্দা।


পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুর রহমান লাল মিয়া দীর্ঘদিন থেকে কানাইঘাট বাজারে একটি দোকান ঘর ভাড়া নিয়ে ফেরি করে আইসক্রিম বিক্রি করতেন। গত তিনদিন থেকে পরিবারের সাথে কোনো যোগাযোগ হয়নি তার। এতে সন্দেহ হয় পরিবারের। শুক্রবার সকালে তার পরিবারের লোকেরা এসে ভাড়াটিয়া দোকান ঘরের বাইরে তালা দেওয়া অবস্থায় দেখতে পান। পরে তালা খুলে ঘরের মেঝেতে লাল মিয়ার লাশ পড়ে থাকতে দেখেন তারা। পরবর্তীতে কানাইঘাট থানা পুলিশকে খবর দিলে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন