জকিগঞ্জের ইছামতি ডিগ্রী কলেজ তালামীযের সাবেক সভাপতি হাসিব তাপাদারের পিতা তেরাই মিয়া (৮০) সোমবার ভোর ৫ টার সময় কসকনকপুর ইউনিয়নের মামরখানি গ্রামের বাড়ীতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী, ৫ পুত্র ও ৪ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
সোমবার বেলা ২টা ৩০ মিনিটের সময় মামরখানি গ্রামের মরহুমের বাড়ির সম্মুখে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় তালামীযে ইসলামিয়ার নেতাকর্মীসহ এলাকার বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন।
এদিকে তালামীয নেতা হাসিব তাপাদারের পিতার মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, তথ্য প্রযুক্তি সম্পাদক আহমদ আল মনজুর, জকিগঞ্জ টিভির হেড অব নিউজ আহমদ হোসাইন আইমান, জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক আবু হানিফ নায়িম।