জকিগঞ্জে জুলাই-আগষ্ট বিপ্লবে শহীদ ও আহতদের সম্মানে স্মরণসভা

আহতদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে সম্মানি প্রদান 
জকিগঞ্জ প্রতিনিধি :: জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের  স্মরণে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় এক ‘স্মরণ সভা ও দোয়া মাহফিল’ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিমের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ অংশগ্রহন করে। সভায় জুলাই-আগষ্ট বিপ্লবে আহতদের ফুল দিয়ে বরণ করেন সরকারি কর্মকর্তারা। এ সময় এই আন্দোলনে নিহত সকল শহীদদের সম্মানে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। তাছাড়া জকিগঞ্জ উপজেলায় আহত ২৩ জনকে নগদ ৫ হাজার টাকা করে সম্মানি প্রদান করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা মাহমুদুল হাসানের পবিত্র কুরআন তেলাওয়াত ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ধ্রুবরাজ চক্রবর্তীর গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া স্মরণসভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম মাহমুদ হাসান রিপন। জুলাই-আগষ্ট বিপ্লবে আহতদের মধ্যে বক্তব্য রাখেন মালেক আহমদ, আনহার আহমদ, হোসাইন আহমদ, মিজানুর রহমান, আনহার হোসাইন ও জাফর আহমদ প্রমুখ। 

আহতদের মধ্যে উপস্থিত ছিলেন রুমেল আহমদ (মুমিনপুর), রুমেল আহমদ (নোয়াগ্রাম), আব্দুল মালিক (গুটারগ্রাম), লিমন আহমদ (গদিরাশি), ইমরান হোনেন (জকিগঞ্জ), ফখরুল ইসলাম (পীরেরচক), আনহার হোসাইন (হাইল-ইসলামপুর), আনোয়ার হোসেন মিলন (নিয়াগুল), সরোয়ার আহমদ (পীরেেচক), রুহেনা আক্তার (নোয়াগ্রাম), জুনাইদুল ইসলাম লায়েক (দরগাবাহারপুর), মিজানুর রহমান (খলাদাপনিয়া), বাপন রায় (গলইকান্দি), ফজল আহমদ (পিল্লাকান্দি), নাজির আহমদ আফজল (বাঘপাড়া), আব্দুল হাফিজ (আনন্দপুর), হোসাইন আহমদ (গন্ধদত্ত), শিহাব উদ্দীন (হাতিডহর), ইউসুফ ইসলাম চৌধুরী (কায়স্থকাপন), মাহফুজুল ইসলাম চৌধুরী (আইয়র), আহমদ আল মাহবুব (চারিগ্রাম), আশরাফুজ্জামান রাদি (মাইজকান্দি), জাফর আহমদ (বারঠাকুরী)। 

সভায় বক্তরা ছাত্র-জনতার আন্দোলনের ফসল হিসেবে গঠিত অন্তবর্তীকালীন সরকারকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি উপজেলা প্রশাসনকে জনবান্ধন প্রশাসন হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ করে। বক্তরা আরো বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তবে ছাত্র-জনতার উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান। সভা শেষে শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন