জকিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাসাসের আলোচনা সভা
জকিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে বাকশালি শাসনব্যবস্থার পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র চর্চার নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়। দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে যায়। সেদিন দেশ ও জাতি পেয়েছিল নতুন পথের দিশা। এই পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়। শক্তিশালী সত্তা লাভ করে। মুক্তভাবে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।'
তিনি আরো বলেন, জনগণের উপর বাকশালি শাসন ব্যবস্থা চালিয়ে গণতন্ত্রকে হত্যার কারনে যেমনভাবে ১৯৭৫ সালের ১৫ আগষ্টে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে জানাযা পড়ার মতো কাউকে পাওয়া যাযনি, এমনকি ইন্নালিল্লাহ পর্যন্ত লোকজন বলে নাই। ঠিক তেমনি ভাবে ২০২৪ সালের ৫ আগষ্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর দেশের মিষ্টির দোকানগুলোতে কেউ কোনো মিষ্টি খুজে পায়নি। আমরা বাঙালীরা বিপ্লব ও সংগ্রামের মাধ্যমে জন্ম লাভ করেছি। সুতরাং আমরা দেশকে একটি অন্যায়, অবিচার ও বৈষম্যহীন, স্ব-নির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ শুক্রবার জকিগঞ্জের বাবুরবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জকিগঞ্জ উপজেলা জাসাসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জকিগঞ্জ উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা জাসাসের সদস্য সচিব মাছুম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য মন্তজির আহমদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াজ আহমদ।
বক্তব্য রাখেন উপজেলা জাসাসের সদস্য সচিব এমদাদ আহমদ সুমন, উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক গোলজার হোসেন, উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক মুন্তাকিম আহমদ, উপজেলা বিএনপির প্রশিক্ষণ সম্পাদক কাওসার আহমদ, জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক নেতা আশফাক আহমদ, যুবদল নেতা হাসনাত আহমদ প্রমুখ।