প্রথম মুক্তাঞ্চল স্বীকৃতির ব্যাপারে জকিগঞ্জ রাষ্ট্রীয় বৈষম্যের স্বীকার

জকিগঞ্জ মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা 
জকিগঞ্জ প্রতিনিধি :
ঐতিহাসিক ২১ নভেম্বর জকিগঞ্জ মুক্ত দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার রাতে জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, দেশ স্বাধীনের ৫৪ বছর পার হলেও স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে জকিগঞ্জকে আজো রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হয়নি। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় ১ মাস পূর্বে ২১ নভেম্বর জকিগঞ্জ হানাদার মুক্ত হয়েছিল এবং জকিগঞ্জের মাটিতে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উড়েছিল, কিন্তু স্বাধীন বাংলাদেশে ৫৪ বছর থেকে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চলের স্বীকৃতি দেয়া হয়নি বরং জকিগঞ্জের বেলায় বৈষম্য করা হয়েছে। প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করতে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলা হবে। বক্তারা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। সরকারের কাছে দাবী রইল ৫৪ বছর থেকে জকিগঞ্জের ক্ষেত্রে যে বৈষম্য করা হয়েছে, তা দূর করা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের কার্যালয়ে জকিগঞ্জ মুক্ত দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক মঈন উদ্দিন মনইয়ের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ মিসবাহর উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভার প্রথম মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ,  শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক শিপুল আমিন চৌধুরী, জকিগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ। 

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি সরোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী বেলাল আহমদ খান প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২০ নভেম্বর, মুক্তিযোদ্ধারা পাক বাহিনীর বিরুদ্ধে এক সাহসী অভিযান শুরু করেন। যুদ্ধের প্রথম দিন থেকেই মুক্তিযোদ্ধারা ৩টি দলের সমন্বয়ে জকিগঞ্জে এক ঝাঁঝালো আক্রমণ শুরু করেন, যার ফলস্বরূপ ২১ নভেম্বর সকালে জকিগঞ্জ মুক্ত হয়ে ওঠে। সেই সময় থেকে ২১ নভেম্বরকে ‘জকিগঞ্জ মুক্ত দিবস’ হিসেবে স্থানীয়ভাবে উদযাপন করা হচ্ছে।

এতবছর পরেও, জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না দেওয়ার কারণে স্থানীয় জনগণের মধ্যে হতাশা এবং আক্ষেপ রয়েছে। যদিও ২০১২ সালে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে 'জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল বাস্তবায়ন পরিষদ' গঠন করা হয়েছিল, তবে এখনো এই দাবি বাস্তবায়িত হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন