জকিগঞ্জ টিভির ৭ম বর্ষপূর্তিতে স্বজন সমাবেশ

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবী 

নিজস্ব প্রতিবেদক ::
জকিগঞ্জের প্রথম অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল জকিগঞ্জ টিভির ৭ম বর্ষপূতি ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত স্বজন সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে সড়ক দুর্ঘটনা ব্যাপক হারে বেড়েছে। সড়কে যানবাহনের অনিয়ন্ত্রিত ও অসুস্থ প্রতিযোগিতার কারনে এসব দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার কবলে পড়ে পঙ্গুত্ব বরণ করে সীমাহীন যন্ত্রণা পোহাচ্ছে শত শত মানুষ। অকালেই প্রাণ হারাচ্ছে কত সম্ভাবনাময় তরুন। যাদের অনেকেই দেশ ও জাতির কল্যাণে অনেক অবদান রাখতে পারতো। ২০২২ সালে এরকমই এক সড়ক দুর্ঘটনায় সড়কে প্রাণ হারান জকিগঞ্জ টিভির জনপ্রিয় উপস্থাপক, ছড়াকার, প্রাবন্ধিক ও সংগীতশিল্পী রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী। যার মৃত্যুতে আমরা একজন অপার সম্ভাবনাময় তরুনকে হারিয়েছি। তার মৃত্যুতে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়। সুতরাং সড়কে যানবাহনের এই দৌরাত্মের এখনই লাঘাম টেনে ধরতে হবে। বক্তারা আরো বলেন, একটি নিরাপদ সড়কের জন্য প্রয়োজন অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি চালাতে না দেয়া। জকিগঞ্জ-সিলেট সড়কে অবৈধ অটোরিকশা টমটম ও দশসিটা গাড়ীর ব্যাপারে ট্রাফিকের আরো যত্নশীল হতে হবে। অনুষ্ঠানে অনেক বক্তা অভিযোগ করেন, ট্রাফিক পুলিশ এসব অবৈধ যানবাহনের কাছ থেকে মাসোহারা পেয়ে মহাসড়কে অবাদে চলাচলের সুযোগ তৈরি করে দিচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক বিষয়।





শনিবার (১৬ নভেম্বর) দুপুর ২ টা থেকে জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত স্বজন সমাবেশ সভাপতিত্ব করেন জকিগঞ্জ টিভির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুকিত। টিভির উপস্থাপক আহমদ আল মনজুর ও আহমদুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাদিকুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এস. এম মাহমুদ হাসান রিপন, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা কুতুবুল আলম, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ, জকিগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক কেএম মামুন, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হিফজুর রহমান, জকিগঞ্জ পৌর খেলাফত মজলিসের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি সাদিকুর রহমান, স্বপ্নের টিভির পরিচালক আজাদুর রহমান।




অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, ৭টি বছর মফস্বলে নিরবিচ্ছিন্ন ভাবে এরকম একটি টিভি চ্যানেল কাজ যাচ্ছে, যা সত্যিই প্রসংশনীয়। জকিগঞ্জ টিভির কল্যাণে অজপাড়া গাঁয়ের খবরও জাতি জানতে পারে। জকিগঞ্জ টিভি জকিগঞ্জের মানুষের কন্ঠস্বর হয়ে কাজ করছে, মফস্বল অঞ্চলে এরকম গণমাধ্যম পরিচালনা অসাধারণ ব্যাপার। আগামীদিনেও জকিগঞ্জ টিভি তাদের সৃজনশীল, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করে যাবে এমন প্রত্যাশা রাখেন আলোচকরা।


অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার বাংলা বিভাগের প্রভাষক বদরুল আলম, ক্বিরাতুল কোরআন পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী, জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটির সাবেক সভাপতি সাকিব আল হাসান, জকিগঞ্জ টিভির হেড অব নিউজ আহমদ হোসাইন আইমান, জকিগঞ্জ প্রেসক্লাবের সদস্য আব্দুশ শহীদ শাকির, সাইফুর রহমান,  জকিগঞ্জ টিভি'র  ভিডিও এডিটর আহমদুল হক, ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহর সদস্য রিয়াদুর রহমান চৌধুরী, মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জের সদস্য শামসুল ইসলাম, জকিগঞ্জ মিরর সম্পাদক সাদিক মনসুর, ইসলামী নাশীদ শিল্পী এম এ হায়দার, জকিগঞ্জ টিভির কাজলসার প্রতিনিধি সুজন উদ্দিন, জকিগঞ্জ টিভির স্টাফ রিপোর্টার আবীর আল নাহিয়ান প্রমুখ।


অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়, যা জকিগঞ্জ টিভির সাত বছরের পথচলার বিভিন্ন মুহূর্ত তুলে ধরে। অনুষ্ঠানে  'কেমন জকিগঞ্জ চাই'  পর্বে উপস্থিত সবাই ভবিষ্যত জকিগঞ্জ নিয়ে তাদের  মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
নবীনতর পূর্বতন