সিলেটের বিশ্বনাথ উপজেলায় মো. সাঈম (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল (২৭ নভেম্বর) বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জানাইয়ার নোয়াগাঁও গ্রামে। নিহত সাঈম ঐ এলাকার নিজাম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাঈমকে তার চাচা তাহির মিয়ার ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উপজেলা সদরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্বনাথ থানার ওসি রুবেল মিয়া জানান, “কিশোরের মরদেহ তার চাচার ঘর থেকে উদ্ধার করা হয়েছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ, তা তদন্ত করে দেখা হচ্ছে। এজন্য নিহতের পরিবারের সদস্য ও বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করছেন পুলিশ কর্মকর্তারা। এর মধ্যেই স্থানীয় প্রশাসন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবদিক খতিয়ে দেখছে।