জকিগঞ্জ প্রতিনিধি ::
জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে আব্দুল করিম (৪০) নামের গ্রেফতারি পরোয়ানাভূক্ত ১ পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে বারহাল ইউনিয়নের বটেরতল এলাকা থেকে জকিগঞ্জ থানার এসআই মহরম আলী ও এএসআই মোজাম্মেল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল করিম বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের কটু মিয়ার ছেলে।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন ও জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম মাহমুদ হাসান রিপনের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, আসামীর বিরুদ্ধে সিআর-১৪৪/২৩ মামলা রয়েছে। ঐ মামলায় তিনি গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামী। আসামিকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হবে।