ইসকনকে নিষিদ্ধের দাবীতে জকিগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ

চট্টগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদ ও ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে জকিগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ছাত্র-জনতার ব্যানারে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাদ আছর সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা উপস্থিত হন।

বিক্ষোভ মিছিলটি জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এমএ হক চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

কর্মসূচিতে সর্বস্তরের মুসলিম জনতা আ্যডভোকেট সাইফুল ইসলাম হত্যার তীব্র নিন্দা জানিয়ে হত্যার বিচারসহ উগ্রবাদী জঙ্গী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি জানান।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আবু ওমর জুবের সঞ্চলনায় ও মো: মারুফ আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে বক্তব্য রাখেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ওয়াসিম আকরাম, উপজেলা ছাত্র মজলিসের সভাপতি মিনহাজুল ইসলাম রিফাত, অনলাইন নিউজ পোর্টাল ডেইলি জকিগঞ্জ- এর সম্পাদক মোঃ মিজানুর রহমান, জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতা আনহার হোসাইন, কামরান আহমদ, রেদোয়ান আহমেদ রাফি জনতার পক্ষে বক্তব্য রাখেন সুলতান আহমদ, আবু উসামা, উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি খালিদ হাসান রাহি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী দিদারুল ইসলাম দিলু, শিক্ষক আলি আকবর রাসেল প্রমুখ। পরিশেষে সমাপনী বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ইমরান হোসাইন সাফওয়ান।

বক্তারা অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আওয়ামী লীগ ও ভারতের ইন্ধনে ছাত্র-জনতার অভ্যুত্থান ধুলিস্যাৎ ও বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করতে নানামুখী ষড়যন্ত্র চালানো হচ্ছে মন্তব্য করে বলেন, আমাদের সবাইকে ধৈর্যের সাথে একতাবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। অনতিবিলম্বে ইসকন সংগঠনকে নিষিদ্ধ না হলে কঠোর কর্মসূচি দিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারী দেন বক্তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন