দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে জকিগঞ্জ সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের নামাজের স্থান উদ্বোধন করা হলো। বৃহস্পতিবার জোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে জকিগঞ্জ সরকারি কলেজে মুসলিম শিক্ষার্থীদের নামাজের আদায়ের স্থান উদ্বোধন হয়। দীর্ঘদিন থেকে মুসলিম শিক্ষার্থীদের জন্য জকিগঞ্জ সরকারি কলেজে নামাজ আদায় করার কোন নির্দিষ্ট জায়গা ছিল না। নিজেদের সুবিধামতো শিক্ষার্থীরা নামাজ আদায় করে নিত। নির্দিষ্ট নামাজের স্থান না থাকায় শিক্ষার্থীদের নামাজ আদায় করতে কষ্ট হতো।
আজ কলেজ কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষার্থীদের এই অসুবিধা লাগব করার জন্য নামাজ আদায় করার জন্য একটি রুম নির্ধারণ করে।
কলেজের শিক্ষার্থী খায়রুল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকে নামাজের জায়গা না থাকায় আমরা নামাজ পড়তে পারিনি। কলেজ কর্তৃপক্ষ কে ধন্যবাদ আমাদেরকে নামাজের জায়গা নির্ধারণ করে দেয়ার জন্য। আমরা আশাবাদী জোহরের নামাজ আদায়ের জন্য একজন ইমামকে নির্দিষ্ট করে দেবেন।
বিষয়
শিক্ষা সংবাদ