মাধবপুরে বিএনপি সভাপতি শাহীন আলম বহিষ্কার

মাধবপুর প্রতিনিধি ::
হবিগঞ্জের মাধবপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহরা ইউনিয়ন বিএনপির সভাপতিকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাধবপুর উপজেলা শাখার দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন তালুকদার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধবপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩ নং বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপনকে ইউনিয়ন সভাপতির পদসহ দলীয় প্রাথমিক সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

হবিগঞ্জ জেলা বিএনপির নির্দেশে মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলাম কামাল এবং সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু ইতিমধ্যে এ বহিষ্কার আদেশ কার্যকর করেছেন।
নবীনতর পূর্বতন