জকিগঞ্জে সড়ক দূর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী গুরুতর আহত


জকিগঞ্জ প্রতিনিধি ::
সিলেট-জকিগঞ্জ রোডের কামালগঞ্জ বাজারের পূর্বপ্বার্শে আব্দুল মতিন কমিউনিটি সেন্টারের সামনে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার সময় অটোরিক্সা (টমটম) ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত ২ জনকে স্থানীয়রা উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতরা হলেন সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল বাছিত তালুকদারের বড় ছেলে সাজেদুল আলম শাওন (১৭) ও জকিগঞ্জ সদর ইউনিয়নের রারাই গ্রামের জালাল উদ্দিনের ছেলে রেদওয়ান আহমদ তুহিন (২১)। তারা সম্পর্কে খালাতো ভাই। খালাতো ভাই বিদেশ যাত্রী রেদোয়ানকে নিয়ে নিয়াগুল গ্রামের আত্মীয়ের বাড়ী থেকে ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেন্টারে সামনে রাখা টমটম গাড়িতে শরীফগঞ্জ থেকে আসা মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হন এবং টমটম চালক সুলতানপুর ইউনিয়নের ঘেচুয়া (বাদেজমা) গ্রামের ছমির আহমদও কিছুটা আঘাতপ্রাপ্ত হন। 
নবীনতর পূর্বতন