কানাইঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আনন্দ ভ্রমণ

কানাইঘাট প্রতিনিধি :: শ্রমজীবী মেহনতী মানুষের সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার পরিবহন ইউনিটের আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে। (১৬নভেম্বর) শনিবার দিনব্যাপী জাফলং এর প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করেন তারা।

আনন্দ ভ্রমণে প্রায় পঞ্চাশ জন পরিবহন শ্রমিক যোগদান করেন। সংগঠনের পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতা, সংগীত, দৌড়, মোরগের লড়াই, বেলুন ফাটানো, বালিশ বদল ইত্যাদি খেলায় আয়োজন করা হয় এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্হান নির্ধারণ করে আকর্ষনীয় পুরস্কার বিতরণ করা হয়।

পরিবহন শ্রমিকদের নিয়ে আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন দোকান কর্মচারী ট্রেড ইউনিয়ন সিলেট জেলা উত্তর এর সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিপুল আমিন চৌধুরী।

পরিবহন ইউনিট সড়কের বাজার আঞ্চলিক শাখার সভাপতি আরিফ উদ্দিন, সাধারণ সম্পাদক সুহেল আহমেদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ, মিনি পাওয়ার টিলার শ্রমিক ইউনিয়ন কানাইঘাট উপজেলা সভাপতি কাওসার আহমদ, সহ-সভাপতি বুরহান উদ্দিন প্রমুখ।
নবীনতর পূর্বতন