জকিগঞ্জের ইউএনও আফসানা তাসলিমকে জামালপুরে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলী

জকিগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিমকে জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলী করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আফসানা তাসলিম সহ মোট ৭জন কর্মকর্তাকে নিয়োগ/ প্রদায়ন করা হয়েছে।

আফসানা তাসলিম বিসিএস ৩৪ তম ব্যাচের একজন কর্মকর্তা। জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন তাঁর স্বামী। তিনি ২০২৩ সালের ১১ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে জকিগঞ্জে যোগদান করেন। এর আগে তিনি বিয়ানীবাজার উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন