ভাগ্য আজো বদলে নাই
কেউ বা দেবে ছিটমহল আর
কেউ বা দেবে সেন্টমার্টিন
এই জনতার খুলি নিতে
দুই পাশেতে দুই সতীন।
কেউ করিনা তাঁবেদারি
বলছিতো বেশ হুংকারে
করবো আঁতাত সংগোপনে
চাই ক্ষমতার ডংকারে।
এই জনতা মরছে ভাতে
সবজি বাজার বেশ চড়া
কেউ বুঝে কেউ না বুঝিয়ে
বেঁচে আছে আধমরা।
ক্ষমতারই পালাবদল
হচ্ছে হবে কিন্তু ভাই
জনমদুখী এই জনতার
ভাগ্য আজো বদলে নাই।
সবাই বলে বদলে দেবে
দিনবদলের গান শোনায়
কিন্তু রবের বিধান ছাড়া
আসবে না সুখ এই ধরায়।