ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের পরীক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ছাহেব কিবলাহ ফুলতলী (র.) প্রতিষ্ঠিত ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড এর উদ্যোগে পরীক্ষক প্রশিক্ষণ কর্মশালা আজ ৯ নভেম্বর ২০২৪, শনিবার সোবহানীঘাট হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিলল মাদরাসা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। 

বোর্ডের জেনারেল সেক্রেটারি হাফিয মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী’র সভাপতিত্বে ও ওয়ার্কিং কমিটির সদস্য,  ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া হিফযুল কুরআন মাদরাসার প্রধান শিক্ষক হাফিয মাওলানা আবু সাঈদ মো. সেলিম ও হাসানাইন তাহফিযুল কুরআন মাদরাসা প্রধান শিক্ষক হাফিয মাও. ইউসুফ মো. শাহান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইয়াকুবিয়া হিফযুল কুরআন মাদরাসা ধারন-এর প্রধান শিক্ষক হাফিয আব্দুল আজিজ।
প্রশিক্ষণমূলক বক্তব্য প্রদান করেন, জালালপুর জালালিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ জ.উ.ম. আব্দুল মুনঈম মঞ্জলালী, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান, লক্ষণাবন্দ ফুরকানিয়া হাফিযিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিয মাও. আব্দুল আজিজ, মাদরাসা-ই দারুল মোস্তফা’র প্রধান শিক্ষক হাফিয মাও. ফয়েজ আহমদ, শাহজালাল রহমানিয়া ইন্টারন্যাশণনাল মাদরাসা’র প্রধান শিক্ষক হাফিয মাও. আব্দুল মুক্তাদির।

প্রশিক্ষণ কর্মশালায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভুরকী হাবিবিয়া হাফিযিয়া মাদরাসার বড় হুজুর হাফিয কারী আব্দুশ শহীদ, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাও. আবু ছালেহ মো. কুতবুল আলম, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ।
নবীনতর পূর্বতন