জকিগঞ্জের প্রথম অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল জকিগঞ্জ টিভির ৭ম বর্ষপূর্তি ও ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে শনিবার দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে উদযাপিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে জকিগঞ্জ টিভির প্রয়াত উপস্থাপক রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর কবর জিয়ারত, ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে ৮টি গাছের চারা রোপন, ৭ বছরের অর্জন, "কেমন জকিগঞ্জ চাই"-শীর্ষক আগামীর জকিগঞ্জ নিয়ে ভাবনা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
জকিগঞ্জ টিভির এমডি আব্দুল মুকিত জানান, দুপুর ২টা থেকে উপজেলা পরিষদ প্রাঙনে স্বজনদের ফটোশুটের জন্য রাখা ফ্রেমে ছবি উঠাতে পারবেন আমন্ত্রিত অতিথিরা। পরে অডিটোরিয়ামে স্বজন সমাবেশ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন। অতিথিদের বরণ করে নিতে অধীর আগ্রহ নিয়ে প্রস্তুত জকিগঞ্জ টিভি পরিবার।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৬ নভেম্বর একঝাক তরুণ উদ্যোমীদের নিয়ে পথচলা শুরু করেছিল জকিগঞ্জ টিভি। ৭ বছরে মফস্বলে এরকম একটি টিভি চ্যানেল চড়াই-উৎরাই পার করে টিকে থাকা প্রসংশনীয়।