জকিগঞ্জে ফিশারীর পাড় থেকে যুবকের লাশ উদ্ধার : পরিবারের দাবী আত্মহত্যা

জকিগঞ্জে ফিশারি পাড় থেকে নিরঞ্জন বিশ্বাস (৪৬) নামের ১ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার সময় উপজেলার মানিকপুর ইউনিয়নের মেকরি বিল এলাকার মাজহারুল ইসলাম সেলিমের ফিশারির পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নিরঞ্জন বিশ্বাস জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের কোনাগ্রামের নিশিত্ত রাম বিশ্বাসের ছেলে।

নিহতের স্ত্রী আরতি রানী বিশ্বাস জানান, গতকাল বুধবার সকলে তার স্বামী নিরঞ্জন বিশ্বাস পরিবারের উপর রাগ করে বাড়ী থেকে বের হয়ে মেকরিবিল এলাকায় একটি ফিশারির পাড়ে গিয়ে গলায় গামছা পেছিয়ে আত্মহত্যা করেন। পরে বিষয়টি তিনি জকিগঞ্জ থানা পুলিশকে জানান।

জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম মাহমুদ হাসান রিপন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত দেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

ঘটনাস্থলে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, ওসি (তদন্ত) এসএম মাহমুদ হাসান রিপন, এসআই জাহেদ হোসেন, এসআই মহরম আলী, এসআই মফিদুল ইসলাম সজল সহ পুলিশের অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
নবীনতর পূর্বতন