মোবাইলের সকল বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করার সহজ উপায়


আজকের দিনে মোবাইল ফোন আমাদের জীবনের অপরিহার্য অংশ। খবর পড়া,পড়াশোনা, সোশ্যাল মিডিয়া, সিনেমা দেখা কিংবা ব্যাংকের কাজ—সবই এখন মূহুর্তে মোবাইলের মাধ্যমে করা সম্ভব। তবে এসব কাজে বাধা হয়ে দাঁড়ায় অ্যাপগুলোর বিরক্তিকর বিজ্ঞাপন। এগুলো শুধু সময় নষ্ট করে না, অনেক সময় মোবাইলের গতি কমিয়ে দেয় এবং মোবাইল ডেটার অপচয় ঘটায়। তবে চিন্তার কিছু নেই! মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করলেই আপনার অ্যান্ড্রয়েড ফোনে বিজ্ঞাপন বন্ধ করতে পারবেন।

মোবাইলে বিজ্ঞাপন বন্ধের ধাপসমূহ:

1. সেটিংস অপশনটি চালু করুন
আপনার মোবাইলের Settings মেনুতে যান।

2. কানেকশন অ্যান্ড শেয়ারিং নির্বাচন করুন
সেটিংসে গিয়ে Connection & Sharing অপশনটি খুঁজুন এবং সেটিতে ক্লিক করুন।

3. প্রাইভেট ডিএনএস চালু করুন
এখানে Private DNS নামের একটি অপশন পাবেন। এটি সিলেক্ট করুন।

4. ডিএনএস প্রোভাইডারের নাম যোগ করুন
Private DNS Provider Hostname অপশনে ক্লিক করে নিচের লাইনটি লিখুন:dns.adguard.com

5. সেভ করুন
সব কিছু ঠিকঠাক হলে সেটিংসটি সেভ করুন।

আপনি যখন উপরের ধাপগুলো সম্পন্ন করে ফেলবেন , তখন আপনার ফোনে অ্যাডব্লকারের মতো কাজ করবে AdGuard DNS। এটি মোবাইলে ফোনে  চলা বিভিন্ন অ্যাপের অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপনগুলো ব্লক করবে এবং ইন্টারনেট ব্রাউজিংয়ের অভিজ্ঞতাকে আরও উন্নত করে তুলবে।

এই পদ্ধতির সুবিধা:

মোবাইলে বিজ্ঞাপনের যন্ত্রণা থেকে মুক্তি।

মোবাইলের ইন্টারনেট গতি বাড়ে।

ডেটা সাশ্রয় হয়।

কাজের সময় মনোযোগ ধরে রাখা সহজ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন