জকিগঞ্জে অসহায় নারীদের ছাগল পালন প্রশিক্ষণ ও ছাগল বিতরন

জকিগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর আর্থিক সহযোগিতায় ও সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এর উদ্যোগে দারিদ্রতা হ্রাসের লক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর ১২জন অসহায় নারীদের মাঝে ছাগল পালন পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান শেষে প্রত্যেককে ২টি করে বিনামূল্যে ছাগল বিতরন করা হয়।

শনিবার জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের পিরোজপুর গ্রামে এ কার্যক্রম পরিচালিত হয়।

এসডিএসের সভাপতি অপূর্ব পালের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ ও ছাগল বিতরন কার্যক্রমে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোস্তাফিজুর রহমান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসের ভ্যাটেনারি ফিল্ড এসিস্ট্যান্ট নিলু চন্দ্র দাশ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন যুব সংগঠক ইসলাম উদ্দীন, মা-মনি মহিলা উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক জোসনা বালা প্রমুখ।
নবীনতর পূর্বতন