বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় বহরের একটি প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে গাড়িটির অবস্থা দেখে দুর্ঘটনার ভয়াবহতা স্পষ্ট বোঝা যায়। তবে সৌভাগ্যক্রমে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম সেই গাড়িতে ছিলেন না, ফলে তারা শারীরিকভাবে সুস্থ আছেন।
দুর্ঘটনার পর হাসনাত ও সারজিস তাদের ফেসবুকে লেখেন:
"মারবা? পারবা না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরী। মনে রেখো-শহীদেরা মরে না।"
এই বার্তা আন্দোলনকারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি জানান, "আমরা তিনটি গাড়ির বহর নিয়ে গিয়েছিলাম। ফেরার পথে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। তবে হাসনাত ভাই ও সারজিস ভাই অন্য গাড়িতে থাকায় তারা নিরাপদ আছেন।"
দুর্ঘটনার পরপরই লোহাগাড়া থানা পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। গাড়ির ধাক্কার জন্য দায়ী ট্রাকটি জব্দ করা হয় এবং চালক ও হেলপারকে আটক করা হয়। আটক ট্রাক চালকের নাম মো. মুজিবুর রহমান (৪০), ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার বৈলর গ্রামের মৃত হামেদ আলীর ছেলে। লোহাগাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলিম জানিয়েছেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের প্রক্রিয়া চলছে।