অনলাইন নিউজ পোর্টাল ‘ডেইলি জকিগঞ্জ’ এর যাত্রা শুরু


জকিগঞ্জ মিডিয়া এসোসিয়েট কর্তৃক পরিচালিত অনলাইন মিডিয়া হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো নিউজ পোর্টাল ‘ডেইলি জকিগঞ্জ’। এ উপলক্ষে শুক্রবার বিকাল ৩ টার সময় জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে পোর্টালের শুভ সূচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেইলি জকিগঞ্জ নিউজ পোর্টালের প্রকাশক আবিদুর রহমান।

ডেইলি জকিগঞ্জ এর সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার। প্রধান বক্তার বক্তব্য রাখেন ডেইলি জকিগঞ্জ পোর্টালের উপদেষ্টা ও জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সরোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জহুরচান বিবি মহিলা কলেজের প্রিন্সিপাল এম. আব্দুল্লাহ আল মামুন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, নকশী বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল, জকিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, শ্রমিক কল্যাণ ফেডারেশন জকিগঞ্জ উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ, পৌর জামায়াতের আমীর আবু রুশদ মো. ইকবাল, পৌর খেলাফত মজলিসের সাবেক সভাপতি আহমদ আব্দুল কুদ্দুস, ব্যবসায়ী রাজা চৌধুরী।
বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, কোষাধ্যক্ষ তারেক আহমদ, সাংবাদিক হাবিবুল্লাহ মিসবাহ, সাংবাদিক রহমত আলী হেলালী, এনামুল হক মুন্না, জকিগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নাজির হোসেন আফজাল, পৌর ছাত্রদলের সভাপতি জহুরুল হক ইমন আহমদ, উপজেলা ছাত্র মজলিসের সভাপতি মিনহাজুল হক রিফাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাফওয়ান আহমদ প্রমুখ।

ডেইলি জকিগঞ্জ নিউজ পোর্টালের শুভ সূচনা অনুষ্ঠানে জকিগঞ্জের নেতৃস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকতার মতো ঝুকিপূর্ণ একটি পথে যাত্রার মতো সাহসী উদ্যোগ নেওয়ায় ডেইলি জকিগঞ্জ এর উদ্যোগক্তাদের ধন্যবাদ জানান। অতিথিবৃন্দ আশাবাদ ব্যাক্ত করেন ডেইলি জকিগঞ্জ নতুন দিগন্ত উন্মোচন করবে। মূল ধারার সাংবাদিকতার মাধ্যমে সাংবাদিকতাকে তারা আরও এগিয়ে নিয়ে যাবে। দলমতের উর্ধে থেকে ডেইলি জকিগঞ্জ মিডিয়ার মাধ্যমে জকিগঞ্জের ইতিহাস-ঐতিহ্য, সমস্যা-সম্ভাবনা ও অবহেলিত জনপদের কথা দেশ ও জাতির কাছে তুলে ধরবে।
নবীনতর পূর্বতন