জকিগঞ্জে চেয়ারম্যান-মেম্বারদের বহাল রাখার দাবিতে মানববন্ধন : স্মারকলিপি প্রদান


সিলেটের জকিগঞ্জে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন করে অন্তর্বর্তীকালীন সরকার বরাবরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন চেয়ারম্যান-মেম্বারগণ। সোমবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা রাষ্ট্রবিরোধী কাজ করতে চাই না। ইউনিয়ন পরিষদ ভেঙ্গে দেওয়া হলে আইনশৃঙ্খলা ভেঙ্গে পড়বে। আমরা জনপ্রতিনিধি হয়ে কোনো অপরাধ করিনি। আমরা জনগণের সমর্থন ও ভালোবাসায় চেয়ারম্যান ও মেম্বার হয়েছি। আমাদের অপসারণ না করে সহযোগী ভাবার আহ্বান জানাচ্ছি।

মেম্বারগণ তাদের বক্তব্যে বলেন, তৃণমূলে নির্বাচিত এসব জনপ্রতিনিধিদের অপসারণ করা হলে গ্রাম আদালত, জন্ম ও মৃত্যু সনদ, নাগরিকত্ব, ওয়ারিশ সনদ প্রদানের মত বিভিন্ন সেবা মূলক কার্যক্রম ব্যাহত হয়ে পড়বে। ঢালাওভাবে সকলকে বরখাস্ত করা ঠিক হবে না।

কর্মসূচিতে উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল ইউনিয়ন পরিষদের প্রায় অর্ধ শতাধিক ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন। 

এসময় ১নং বারহাল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ, ২নং বিরশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার,  ৪নং খলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক ৮নং কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন উপস্থিত ছিলেন। 

মানববন্ধন শেষে অন্তর্বর্তীকালীন সরকার বরাবর উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন।
নবীনতর পূর্বতন