কালীগঞ্জে যুবদলের দুই গ্রুপের পাল্টাপাল্টি অবস্থান : উত্তেজনা

সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে সেমবার বিকালে জকিগঞ্জের কালীগঞ্জ বাজারে সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল খানের নেতৃত্বে আনন্দ মিছিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদলের একাংশের নেতাকর্মীরা।

পরে মিছিলে আওয়ামীলীগের সমর্থকদের পুনর্বাসন ও বহিরাগত ভাড়াটিয়াদের নিয়ে মিছিলের নামে যুবদলে অনুপ্রবেশের অভিযোগ এনে ব্যানার ছিনিয়ে নিয়ে কালীগঞ্জ বাজারে তাৎক্ষণিক পথসভা করেন অপর অংশের নেতারা। এসময় বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সদস্য খাইরুল ইসলাম, সিলেট জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আনোয়ার খান, সাবেক উপজেলা সেচ্ছাসেবকদলের নেতা শামু চৌধুরী, যুবদল নেতা মাছুম চৌধুরী, এনামুল হক, ফয়সাল আহমদ, জুয়েল আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জেলা যুবদলের কমিটিকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্য প্রনোদিত হয়ে ফ্যাসিস্ট আওয়ামীলীগের কর্মী সমর্থকদের নিয়ে মিছিলের চেষ্টা করা হয়। কালীগঞ্জের প্রকৃত জাতীয়তাবাদী যুবদলের কর্মীরা তা মেনে নিবে না। তারা আরো জানান, বিগত সরকারের আমলে আমরা অন্যায়ভাবে অনেক হামলা মামলার শিকার হয়েছি, আজো আমাদের পরিবার এসব মোকাবেলা করে আসছে। আমরা আগে এসবের ক্ষতিপূরণ চাই। আমরা এ রকম অপতৎপরতা সব সময রুখে দিবো।

এ ব্যাপারে জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম বলেন, কালীগঞ্জে যুবদলের দুই গ্রুপ নবগঠিত জেলা যুবদলের নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে মিছিল করার চেষ্টা করেছিল। পরে সংঘাতের আশংকা থাকায় বিএনপি নেতৃবৃন্দ দুই গ্রুপকেই মিছিল করা থেকে বারণ করেন। কালীগঞ্জে কোনো মিছিল হয় নাই।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন