জকিগঞ্জে জিডি করার ৭ ঘন্টার মধ্যে কিশোর উদ্ধার


জকিগঞ্জে পুলিশি তৎপরতায় নিখোঁজ জিডি করার ৭ ঘন্টার মধ্যে সাদিয়াৎ হোসেন শাহী (১৫) নামের এক কিশোরকে উদ্ধার করে পরিবারের হাতে হস্তান্তর করেছে থানা পুলিশ। সে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের গোটারগ্রামের মুহিবুর রহমানের ছেলে। 

জানা যায়, গত ১০ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের হাড়িকান্দি গ্রাম থেকে ঐ কিশোর নিখোঁজ হয়। পরের দিন নিখোঁজ কিশোরের ভাই এম এ হালিম রাহি জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।

থানা পুলিশ সুত্রে জানা যায়, জকিগঞ্জ থানা পুলিশ ও কাফরুল থানা, ডিএমপি এর সহযোগিতায় গত ১২ অক্টোবর নিখোঁজ হওয়া শিশু সাদিয়াৎ আহমেদ শাহী (১৫) কে উদ্ধার করা হয়।

জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন ও পুলিশ পরিদর্শক এসএম মাহমুদ হাসান রিপনের প্রত্যক্ষ সহযোগিতায় ও নির্দেশনায় জকিগঞ্জ থানার এসআই জাহেদ হোসেন তথ্য প্রযুক্তি ও কাফরুল থানা, ডিএমপি এর সহযোগিতায় উদ্ধার করে ভিকটিমের ভাইয়ের জিম্মায় প্রদান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন