জকিগঞ্জে মুফতি আলী হাসান উসামা সংবর্ধিত


খেলাফত মজলিসে যোগদানের পর জকিগঞ্জে প্রথম সফর হিসেবে মুফতি আলী হাসান উসামাকে সংবর্ধনা দিয়েছে খেলাফত মজলিস নেতৃবৃন্দ। সোমবার দুপুরে জকিগঞ্জের বীরশ্রী বরইলতল জামে মসজিদে বারহাল, বিরশ্রী, খলাছড়া ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে খেলাফত মজলিসের এক প্রতিনিধিদল তাঁকে ফুলের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।

খেলাফত মজলিসে নব যোগদানকারী নেতা শায়খ আলী হাসান উসামাকে মটর সাইকেল শোডাউন ও ফুল দিয়ে ভরণ করে নিয়েছেন খেলাফত মজলিস ও ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন শ্রমিক মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মুহাম্মদ আবদুল কাইয়ুম, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা সালেহ আহমদ, মাষ্টার আমান উদ্দিন, খেলাফত মজলিস জকিগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি মুহাম্মদ মঞ্জুর আহমদ, সেক্রেটারী মিনহাজুল হক রিফাত, সাবেক সেক্রেটারি জামিল আহমদ, খেলাফত মজলিস বিরশ্রী ইউপি শাখার সভাপতি হাফিজ মোস্তাক আহমেদ, মুফতি ফরীদ উদ্দিন, মাওলানা আবদুল গণি, আলী হোসেন, দেলোয়ার হোসেন, যুব মজলিস নেতা মাষ্টার জাকির হোসেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন