জকিগঞ্জে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে গণঅধিকার পরিষদের আলোচনা সভা


জুলাই বিপ্লবে নিহত শহীদের স্মরণে জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের মইয়াখালী পয়েন্টে সোমবার রাত ৮ টার সময় গণঅধিকার পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বীরশ্রী ইউনিয়ন গণঅধিকার পরিষদ নেতা জুবেল আহমদের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদ নেতা জাবের আহমেদ চৌধুরী।

উপস্থিত ছিলেন উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আহমেদ আল ফয়েজ, সাধারণ সম্পাদক নাজিম আহমেদ, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাকিল চৌধুরী, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম।

সভায় বক্তারা জুলাই বিপ্লবে নিহত শহীদের আত্মত্যাগের কথা তুলে ধরেন এবং আগামীর বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ে তোলতে সকলের প্রতি আহবান জানান।

সভায় নেতৃবৃন্দ গণঅধিকার পরিষদ এর হাত ধরেই আগামীর দুর্নীতী মুক্ত বাংলাদেশ গড়ে উঠবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।
নবীনতর পূর্বতন