গোলাপগঞ্জে ছাত্র মজলিসের সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত


বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা উত্তর, দক্ষিণ ও পৌর শাখার সহযোগী সদস্য সমাবেশ শুক্রবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

শুরুতে দারসুল কোরআন পেশ করেন ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা শাখার সাবেক প্রশিক্ষণ সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি জাবের আহমদ।

সমাবেশের প্রথম অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সিলেট পুর্ব জেলা শাখার নব-মনোনীত সভাপতি সালমান আহমদ।

সমাবেশে ২০২৪-২৫ সেশনের জন্য গোলাপগঞ্জ উপজেলা উত্তর শাখার সভাপতি নির্বাচিত হন আশরাফ আহমদ ও সেক্রেটারি মনোনীত হন সায়েম আহমদ, উপজেলা দক্ষিণ শাখার সভাপতি নির্বাচিত হন হোসাইন আহমদ ছাব্বির ও সেক্রেটারি মনোনীত হন মাহবুবুর রহমান সামি, পৌর শাখা সভাপতি পূণঃনির্বাচিত হন সাদিকুর রহমান ও সেক্রেটারি মনোনীত হন সাব্বির আহমদ।

সমাবেশের সমাপনী অধিবেশনে পৌর শাখার সভাপতি সাদিকুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা দক্ষিণ শাখার সভাপতি হোসাইন আহমদ ছাব্বির ও উপজেলা উত্তর শাখার সভাপতি আশরাফ আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পুর্ব জেলা সভাপতি সালমান আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা শাখার সাবেক সভাপতি রুহুল আমীন, সেক্রেটারি এবাদুর রহমান, খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রাজ্জাক, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ রিয়াজ উদ্দিন, ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা শাখার সাবেক বায়তুলমাল সম্পাদক সাইফুর রহমান সয়েফ, প্রশিক্ষন সম্পাদক শাহীন আহমদ ফামান, অফিস ও প্রকাশনা সম্পাদক আদনান হোসাইন ইমন, গোলাপগঞ্জ পৌর শাখার সাবেক সভাপতি শাহীনুল ইসলাম রাজু, মোহাম্মদ আব্দুল্লাহ, খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা যুব বিষয়ক সম্পাদক মো: শিপার আহমদ প্রমুখ।
নবীনতর পূর্বতন