শাহ্ মাশুক নাঈম
ক্যান্সারে রোগী জহিরুল ইসলাম বাঁচতে চায় সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার জহিরুল ইসলাম (৩৩)। সে দুরারোগ্য ব্যাধি অন্ডকোষ ক্যান্সারে আক্রান্ত। জহিরুল ইসলাম উপজেলা সুরমা ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত্যু মনু মিয়ার ছেলে।
দুই সন্তানের জনক জহিরুল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রী। প্রায় আড়াই বছর পূর্বে অন্ডকোষে টিউমার নামের দুরারোগ্য ব্যাধি ধরা পড়ে। ডাক্তারের পরামর্শে সে টিউমার অপারেশন করা হয়। তখন অপারেশন স্থানে ইনফেকশন হয়ে ক্যান্সারে আক্রান্ত হয়।
অন্ডকোষ ক্যান্সারে আক্রান্ত হওয়ার সময় থেকেই সাধ্যমত চিকিৎসা চালিয়ে যাচ্ছে। কিন্তু এ রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় তার চিকিৎসা করানোর সাধ্য নেই তার। ভিটেমাটি ছাড়া আর কোনো সম্বলও নেই। তাই তিনি দেশের বিত্তবান ও প্রবাসীদের কাছে মানবিক সহযোগিতার হাত বাড়িয়েছন।
জহিরুল ইসলামের সাথে কথা হলে সে জানায়, ‘দীর্ঘ আড়াই বছর ধরে অন্ডকোষ ক্যান্সারে আক্রান্ত। রাজমিস্ত্রী কাজ করে দুই সন্তান আমাদের চারজনের পরিবার ভালই চলছিল। কিন্তু ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে কোনো কাজ করতে পারছিনা। ক্যান্সার রোগের চিকিৎসা অনেক ব্যয়বহুল হওয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা করা সম্ভব হচ্ছে না।’
তাই চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা চাই । যদি কোন বিত্তবান হতদরিদ্র জহিরুল ইসলামকে সাহায্য করেন, তাহলে তাঁর চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে। রোগীর বিকাশ নাম্বার দেয়া হলো,! 01955967273 , জহিরুল ইসলাম, এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।