জকিগঞ্জে ১২০ পিস ইয়াবা সহ ১ জন গ্রেফতার


জকিগঞ্জে পুলিশের হাতে ১২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির সাড়ে ৩ হাজার টাকাসহ নাজিম উদ্দিন (৩৮) নামের ১ ব্যাক্তি গ্রেফতার হয়েছেন। রবিবার (২৭ অক্টোবর) জকিগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় জকিগঞ্জ পৌরসভার আলমনগর এলাকার একটি ভাড়াটিয়া বাড়ীর সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত নাজিম জকিগঞ্জ পৌরসভার পঙ্গবট গ্রামের মৃত সিরাজ উদ্দীনের ছেলে।

ধৃত আসামির বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।

জকিগঞ্জে কয়েকদিনে পুলিশের অভিযানে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ রকম অভিযান অব্যাহত থাকলে এলাকা থেকে মাদক ব্যবসা নির্মুল করা সম্ভব হবে।

জকিগঞ্জ থানার মিডিয়া অফিসার এসআই মফিদুল হক সজল জানান, সিলেটের পুলিশ সুপার  মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে ও জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুনের নির্দেশনায় জকিগঞ্জ থানার ওসি তদন্ত এসএম মাহমুদ হাসান রিপনের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। 
নবীনতর পূর্বতন