মাও. জয়নুল ইসলামি আন্দোলন জকিগঞ্জের সেক্রেটারি মনোনীত

বাংলাদেশ খেলাফত মজলিস থেকে চরমোনাই পীর সাহেবের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনে যোগদানকারী মাওলানা জয়নুল ইসলামকে জকিগঞ্জ উপজেলা সেক্রেটারি মনোনীত করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৩ টার সময় জকিগঞ্জ বাজারস্থ দলীয় কার্যালয়ে ইসলামি আন্দোলন জকিগঞ্জ উপজেলার মাসিক সভায় জেলা নেতৃবৃন্দের পরামর্শে ও সকলের সম্মতিতে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সভায় বর্তমান সেক্রেটারি জিয়াউর রহমান চৌধুরীকে উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি করা হয়।

ইসলামি আন্দোলনের হাতপাখা প্রতীক নিয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহনকারী আলহাজ্ব মো. নূরুল আমিনের সভাপতিত্বে ও জিয়াউর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আগামী ৭ ডিসেম্বর দলের আমীর পীর সাহেব চরমোনাই জকিগঞ্জে আগমন উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা নিয়ে ব্যাপক আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন হেকিম মো. শিহাব উদ্দিন, মাওলানা আব্দুল মন্নান, মাওলানা ইউসুফ আলী, মাওলানা লুৎফুর রহমান শামীম, মাওলানা ফয়জুল হাসান, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুল কাদির, নাজিম উদ্দীন, হুসাইন আহমদ, প্রমূখ।

উল্লেখ্য, মাওলানা জয়নুল ইসলাম দেশের আলোচিত মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। গত জুনে দলের ৩৫ জন নেতাকর্মী নিয়ে চরমোনাই পীর সাহেবের দল ইসলামি আন্দোলন বাংলাদেশে যোগদান করেন। তিনি জকিগঞ্জের পল্লীশ্রী জামেয়া পাঁচগ্রাম দারুসসুন্নাহ মাদরাসার মুহতামিম হিসেবে কর্মরত আছেন।
নবীনতর পূর্বতন