জকিগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ মাদক ব্যাবসায়ী ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত অপর ১ আসামীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) জকিগঞ্জ থানার এসআই আবুল বাশার সঙ্গীয় ফোর্সের সহায়তায় জকিগঞ্জ বাজার থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খলন মিয়াকে গ্রেফতার করেন। খলন মিয়া জকিগঞ্জ বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন সোনার বাংলা মার্কেটের ব্যবসায়ী। এ সময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩০০ টাকা জব্দ করা হয়। ধৃত আসামির বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী বীরশ্রী ইউনিয়নের পীরনগর গ্রামের আব্দুল গণির পুত্র আবুল কালামকে গ্রেফতার করেন।
জকিগঞ্জ থানার মিডিয়া অফিসার এসআই মফিদুল হক সজল জানান, সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে ও জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুনের নির্দেশনায় জকিগঞ্জ থানার ওসি তদন্ত এসএম মাহমুদ হাসান রিপনের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।