বারহাল ছাত্র পরিষদের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গতকাল ৩০ শে অক্টোবর ২০২৪ খ্রি. রোজ বুধবার সন্ধ্যায় বারহালের সর্ববৃহৎ  অরাজনৈতিক ছাত্র সংগঠন বারহাল ছাত্র পরিষদের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিষদের নিজস্ব  কার্যালয়ে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও কীর্তিমানদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় । "সুস্থ সমাজ বিনির্মাণে ছাত্র পরিষদের ভূমিকা" শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি শাফায়াত রশিদ চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষা ও সাহিত্য সম্পাদক তাহসিন আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাল ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব সফিকুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের উপদেষ্টা ড. ছদিওল এম. এস. ইকবাল, উপদেষ্টা ফয়জুল ইসলাম চৌধুরী, gift of knowledge এর সভাপতি ফাহিমুল আনাম চৌধুরী, পরচক ফ্রেন্ডশিপ ক্লাবের বর্তমান সভাপতি ও বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব খালেদ আহমদ খান , প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা সাদিক আহমদ তাপাদার, উপদেষ্টা ছদিওল হোসাইন আহমদ, আজীবন সদস্য মোহাম্মদ তাজ উদ্দিন, রাজু আহমদ চৌধুরী, সাইফুর রহমান সাবেক সাধারণ সম্পাদক রিমন আহমদ চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম, সাবেক সহ সভাপতি শরীফ আহমদ তাপাদার এবং পরচক ফ্রেন্ডশিপ ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। 

অনুষ্ঠানে অতিথিরা ছাত্র পরিষদের শিক্ষা ও জনসেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এছাড়াও ছাত্র পরিষদের যে কোন প্রয়োজনে সর্বদা পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন  বক্তারা।

অনুষ্ঠান শেষে কীর্তিমানদের সংবর্ধনা দেওয়া হয় এবং ছাত্র পরিষদের সেরা দায়িত্বশীল  ও প্রোগ্রাম ভিত্তিক সেরা তত্ত্বাবধানকারী সদস্যদেরকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

এছাড়াও সামাজিক কাজে অবদানের জন্য পরচক ফ্রেন্ডশীপ ক্লাবকে সম্মাননা স্মারক  ক্রেস্ট প্রদান করা হয়। উপস্থিত অতিথি, সদস্য, এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনটি ছাত্র পরিষদের এক দীর্ঘ যাত্রার সাক্ষ্যবাহী এবং আগামী দিনগুলোতেও তারা সমাজসেবামূলক কাজের মাধ্যমে নতুন নতুন উদাহরণ সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অতিথিরা।
নবীনতর পূর্বতন