আটগ্রামে গভীর রাতে বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড


জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের আটগ্রাম দক্ষিণ মরইরতল গ্রামের আব্দুল লতিফ আকিন আলীর বাড়ীতে মঙ্গলবার রাত ৩টার দিকে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ফ্রিজ থেকে আগুন লেগেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। ঘরের সবাই গভীর ঘুমে থাকায় কেউ বিষয়টি প্রথমে টের পাননি।

অগ্নিকাণ্ডের পর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর কবিরুল আলম জানান, 'বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।''

অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন আব্দুল লতিফ, আব্দুল বাছিত এবং মরহুম রাকিব আলীর পরিবার। আগুনে প্রয়োজনীয় আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়, ফলে তারা নিঃস্ব হয়ে পড়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন