জকিগঞ্জে বিএনপির অফিস ভাংচুর ও যুবদল নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ


জকিগঞ্জে বিএনপির কার্যালয়ে ভাংচুর ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রাজনের উপর সন্ত্রাসী হামলার বিচার ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার বাদ আসর মিছিল শেষে পৌরশহরের এমএ হক চত্ত্বরে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহবায়ক শিব্বির আহমদ রনি। পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক জবরুল হোসেন ইমন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আহমেদ ফেরদৌস শাকের, উপজেলা যুবদলের সিনিয়র আহবায়ক মাসুম আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রায়হান আহমদ, সাবেক যুগ্ম আহবায়ক সাবেল আহমদ, ইছামতি কলেজ ছাত্রদলের আহবায়ক সুজন আহমদ।

উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক শামসুদ্দোহা, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাবেল আহমদ, সাবেক সদস্য সজিব আহমদ, মানিকপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি মেহরাজ আহমদ, ছাদিক আহমদ, সাংগঠনিক সম্পাদক মিনহাজ আহমদ, সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন, উপজেলা বিএনপি নেতা মাজহারুল ইসলাম সেলিম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাজেদ আহমদ, পৌর যুবদলের সদস্য জুবেল আহমদ, জাবুল আহমদ, জাকির হোসেন, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাশেদ আহমদ, সদর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি রুবেল আহমদ, সাধারণ সম্পাদক গিলমান আহমদ, পৌর ছাত্রদলের সদস্য তানজিল আহমদ, সারওয়ার হোসেন, মাসুূদ আহম, আব্দুল হালিম, মোরশেদ আহমদ, আশরাফুজ্জামান রাদী, ফরহাদ আহমদ, ইমরান আহমদ, মুস্তাক আহমদ প্রমুখ।

সভায় বক্তারা পৌর বিএনপির কার্যালয়ে হামলা-ভাংচুরকে সন্ত্রাসী কর্মকান্ড উল্লেখ করে হামলাকারীদের ধরে আইনের আওতায় আনতে প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন। পাশাপাশি জেলা নেতৃবৃন্দের কাছে এই হামলার সুষ্টু বিচার দাবী করেন। অন্যতায় জকিগঞ্জে দলীয় কর্মকান্ড স্থগিত থাকবে বলে জানান। 

সভাপতির বক্তব্যে পৌর যুবদলের আহবায়ক শিব্বির আহমদ রনি বলেন, আমরা বিগত ১৭ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে আছি। আমাদের গায়ে কেউ কোন টুকা দিতে পারে নাই। আমরা রাজনীতি করি মানুষের জান মাল হেফাজত করার জন্য, গুন্ডামী করার জন্য রাজনীতি করি না। আমরা বেচে থাকতে কেউ জকিগঞ্জের কোন ক্ষতি করতে পারবে না। যে বা যারা এই হামলা করেছে তাদের সটিক বিচার করা হবে, কাউকে ছাড় দেয়া হবে না। নেতাকর্মীদের আশ্বস্ত করে তিনি বলেন, রাজনের রক্তে আমার জামাকাপড় ভিজেছে, এই হামলার সুষ্ঠু দলীয় বিচার না হলে আমি রাজনীতি করবো না।

প্রসঙ্গত, সোমবার (১৪ অক্টোবর) রাতে জকিগঞ্জ পৌর শহরে সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার ও সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান পাপলুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে থানা কমপ্লেক্সের সামনে অবস্থিত পৌর বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুর চালানো হয়। এ সময় দলীয় অফিসে থাকা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও ফেস্টুন ভাংচুর করা হয। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম রাজন ও আহবায়ক জাবেদ আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন