জকিগঞ্জে এইচপিভি টিকা সম্পর্কে অবহিতকরণ সভা সম্পন্ন

‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ এই স্লোগানকে সামনে রেখে  সিলেটের জকিগঞ্জ উপজেলায় ‘হিউম্যান প্যাপিলোমা ভাইরাস’ (এইচপিভি) টিকা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিমের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদের সঞ্চালনায় অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, জকিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কামান্ডার হাজী খলিল উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পার্থ সারথি ভট্টাচার্য, উপজেলা সমবায় কর্মকর্তা ফখর উদ্দিন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি আবুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা সেলিম আহমদ, জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান কুদরত উল্লাহ প্রমূখ।

অবিহিতকরণ সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ ও ডা. পার্থ সারথি ভট্টাচার্য এ কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন,’আগামী ২৪ অক্টোবর থেকে জকিগঞ্জ  উপজেলা পর্যায়ে সকল প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি এবং মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এই টিকা দেয়া হবে।' 

মোট আঠারো দিন এই টিকাদান কর্মসূচি চলবে। টিকা গ্রহণে উপযুক্ত মেয়েরা Vaxepi অ্যাপ অথবা ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে অথবা মনোনীত টিকাদান কেন্দ্রে এইচপিভি টিকা নিতে পারবে।

জরায়ুমুখ ক্যান্সারের অন্যতম কারন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) এর প্রতিষেধক টিকাদান কর্মসূচি, যা একটি যুগান্তকারী উদ্যোগ। এই কর্মসূচির লক্ষ্য হলো, দেশের লাখ লাখ মেয়েদেরকে জরায়ুমুখ ক্যান্সার থেকে রক্ষা করার মাধ্যমে তাদের স্বাস্থ্য ও ভবিষ্যত সুরক্ষিত করা । প্রতি বছর হাজার হাজার নারীর জীবন কেড়ে নেয় এই জরায়ুমুখ ক্যান্সার।

অবহিতকরন সভায় জাতীয় ও গুরুত্বপূর্ণ এ কর্মসূচি শতভাগ সফল করতে সকল পেশাজীবি ও সচেতন নাগরিকের সহযোগিতার অনুরোধ জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন