জকিগঞ্জে ২৩ বোতল বিদেশী মদ, ২৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ সাবু মিয়া (কালা) তালুকদার নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকাল ১ টা ৪৫ মিনিটের সময় জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের হাড়িকান্দি গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।
জকিগঞ্জ থানার মিডিয়া অফিসার এসআই মফিদুল হক সজল জানান, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুনের নির্দেশনায় জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম মাহমুদ হাসান রিপনের নেতৃত্বে এসআই আব্দুল্লাহ আল মোমেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় হাঁড়িকান্দি গ্রামের তেরাই মিয়ার বাড়ির দক্ষিন পার্শ্বে ধৃত আসামী মো: সাবু মিয়া তালুকদারের বসত ঘর থেকে ২৫০ গ্রাম গাঁজা এবং খাটের নিচ থেকে ২৩ বোতল Officers Choice, Prestige Whisky বোতল মদ ও মাদক বিক্রির নগদ টাকা সহ তাকে গ্রেফতার করা হয়।
আসামীর বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।