আগামীকাল প্রকাশিত হবে এইচএসসি পরীক্ষার ফলাফল: দেখবেন যেভাবে

আগামীকাল, ১৫ অক্টোবর, সকাল ১১টায় ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। শিক্ষার্থীরা অনলাইনে কিংবা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফলাফল জানতে পারবে। এবার প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন না; বরং শিক্ষাবোর্ডের চেয়ারম্যানগণ এই দায়িত্ব পালন করবেন।

অনলাইনে ফলাফল দেখার পদ্ধতি :

ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা অনলাইনে সহজেই তাদের পরীক্ষার ফলাফল দেখতে পারবে। নিচের ওয়েবসাইটগুলোতে গিয়ে শিক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে:

- [www.dhakaeducationboard.gov.bd]

- [www.educationboardresults.gov.bd]

- [www.eduboardresults.gov.bd]

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য, EIIN নম্বর ব্যবহার করে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করা যাবে।

SMS-এর মাধ্যমে ফলাফল জানার পদ্ধতি :

যারা ইন্টারনেটের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন না, তারা খুদে বার্তার মাধ্যমে ফলাফল জানতে পারবে। SMS-এর মাধ্যমে ফলাফল পেতে, HSC Board name (প্রথম তিন অক্ষর), রোল নম্বর এবং সাল লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। 

উদাহরণস্বরূপ:

- HSC Dha 123456 2024 লিখে 16222 নম্বরে পাঠালে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা ফলাফল পেতে সক্ষম হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন