ইছামতি কামিল মাদ্রাসায় মীলাদুন্নবী উপলক্ষে মুবারক র‌্যালি


পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার হাবীবিয়া ছাত্র সংসদ ও তালামীযে ইসলামিয়ার যৌথ উদ্যোগে মুবারক র‌্যালি ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

বুধবার বাদ জোহর ঐতিহ্যবাহী ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসা প্রাঙ্গন হতে হাজারো ছাত্র জনতাকে নিয়ে রাসুলুল্লাহ (সা) এর শানে বিভিন্ন কালজয়ী নাত গেয়ে মুবারক র‌্যালিটি সিলেট-জকিগঞ্জ মেইন রোড হয়ে কালীগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ গলিপথ প্রদক্ষিণ করে মাদ্রাসা প্রাঙ্গনে এসে শেষ হয়।

এর আগে দুপুর ১২টা থেকে ইছামতি মাদরাসা মসজিদে র‍্যালীপূর্ব আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর সুযোগ্য নাতি, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রেদ্বওয়ান আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহনা টিভির উপস্থাপক মুফতি মাওলানা বেলাল আহমদ, ইসলামি বক্তা মাওলানা আব্দুল আহাদ জিহাদী, মানিকপুর ইউনিযন আল-ইসলাহ'র সভাপতি মাওলানা ওয়ারিস উদ্দীন তাপাদার, ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত।

দুইপর্বে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরী ও হবিবিয়া ছাত্র সংসদের ভিপি   আহমদ হোসাইন আইমান।

সহকারি অধ্যাপক মাওলানা লতিফ শামীম, হাবীবিয়া ছাত্র সংসদের জিএস মিছবাহ উদ্দিন চৌধুরী ও এজিএস মাজহারুল ইসলাম চৌধুরীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ ওয়ারিছ উদ্দিন তাপাদার, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহের সাংগঠনিক সম্পাদক  মাওলানা আব্দুল বাছিত, উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আবু হানিফ নায়ীম, অর্থ সম্পাদক হাফিজ শাকির আহমদ, মাওলানা আক্তারুজ্জামান, মাহবুব আলম মারুফ,  মাহফুজুর রহমান, তানজিল আহমদ, প্রমূখ।

সভায় বক্তারা বলেন, অন্ধকারে মগ্ন পৃথিবীতে মানবতা ও শান্তির পয়গাম নিয়ে আগমন করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)। তাঁর আগমনে আঁধার টুটে উদিত হয়েছিল নতুন সূর্য। সম্প্রীতি আর ভালোবাসার মিশেলে মানুষ পেয়েছিল নতুন পথের সন্ধান। তাই বিশ্বনবীর আগমনের মাসকে সম্মান জানিয়ে, ভালোবাসার প্রকাশ ঘটাতেই নবীর জীবনাদর্শ আলোচনা ও আজকের এই মুবারক র‌্যালি। জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে বিশ্ব নবীর (সা.) উত্তম আদর্শের পূর্ণ অনুকরণ ও অনুশীলন করতে হবে। 

শিক্ষার্থী ইমরান আহমদের কোরআন তেলাওয়াত ও আল মাহবুবের নাতে রাসুল পরিবেশনের মাধ্যমে সূচিত মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মো. আব্দুল বাছিত হাতিডহরী, সহকারী অধ্যাপক (বাংলা)  মো. নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুল হাকিম চৌধুরী, সিলেট পূর্ব জেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক আহমদ আল মনজুর,  জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এম এ করিম, জকিগঞ্জ টিভি'র ডিরেক্টর জামাল আহমদ,  নয়াবাজার হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ফারুক আহমদ, মাদ্রাসার প্রভাষক হেলাল আহমদ, শাহীদুর রহমান, সেলিম রেজা, মোখলেছুর রহমান সুলতান, সহকারী শিক্ষক মাষ্টার মুহি উদ্দিন চৌধুরী,মাষ্টার মনির হোসেন, মাওলানা আতাউর রহমান, মাওলানা ইমরান হোসাইন, মাওলানা দেলওয়ার হোসেইন চৌধুরী, মাওলানা আব্দুল কাইয়ুম চৌধুরী, মাষ্টার রায়হানুল কবির, মাওলানা আহমদ আল মাসরুর,  মুন্সীপাড়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ছাদ উদ্দিন চৌধুরী,মাওলানা ছালিক আহমদ, আটগ্রাম আমজদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা রুহুল আমিন খান, কবি আহমদ ছিদ্দিক চৌধুরী হাসান,   হবিবিয়া ছাত্র সংসদের সাবেক  জি এস মাওলানা ইয়াহইয়া আহমদ চৌধুরী,  সাবেক ভি'পি মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আকবর আহমদ চৌধুরী, সাবেক জি এস মাওলানা আবু সুফিয়ান, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন, সাবেক সভাপতি আলিম উদ্দিন, সহ সাধারণ মো. খায়রুল ইসলাম, ইছামতি ডিগ্রী কলেজ তালামীযের সাবেক সভাপতি ফয়ছল আহমদ, আল হাবিব, মিনহাজ আহমদ, রাসেল আহমদ, মিজান আহমদ, মারুফ আহমদ, মোফাজ্জল ইসলাম, সুমন আহমদ, হাফিজ আবু বকর, নাঈম আহমদ, রুজেল আহমদ,  কামরুল ইসলাম চৌধুরী, আবিদুর রহমান চৌধুরী, জুবায়ের আহমদ চৌধুরী প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন