ভারতে মহানবী (স) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে জকিগঞ্জে তালামীযের বিক্ষোভ


ভারতের কথিত ধর্মীয়গুরু নিলগিরি মহারাজ ও ক্ষমতাসীন বিজেপির বিধায়ক নীতেশ রানে ইসলাম ও বিশ্বনবী (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জকিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জকিগঞ্জ উপজেলা ও পৌরসভা তালামীযে ইসলামিয়া। মঙ্গলবার বাদ যোহর জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে এমএ হক চত্ত্বরে এসে এক পথসভায় মিলিত হয়।

জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন সিলেট জেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক আহমদ আল মঞ্জুর, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা সাদিকুর রহমান খাদিমানী।

উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আবু হানিফ মোহাম্মদ নায়িমের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক খলীলুর রহমান সাব্বির। বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সহ-সভাপতি কবির আহমদ, জকিগঞ্জ পৌর তালামীযের সাবেক সভাপতি ওবায়দুল হক অমি, জকিগঞ্জ পৌর তালামীযের সভাপতি কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান, জকিগঞ্জ পৌর আল-ইসলাহ'র সাধারণ সম্পাদক মাওলানা সেলিম আহমদ, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি আলিম উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক আহমদ হোসাইন আইমান, জকিগঞ্জ ইউনিয়ন আল-ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক হাফিজ আলী হোসেন, উপজেলা তালামীযের সহ-সভাপতি সাদিক আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আহমদুল হক, অর্থ সম্পাদক শাকির আহমদ, অফিস সম্পাদক মোফাজ্জল আহমদ, সহ-অফিস সম্পাদক সাদিকুল ইসলাম তুহিন, প্রশিক্ষণ সম্পাদক হুমায়ুন রশীদ খান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাজেদ আহমদ, জকিগঞ্জ পৌর তালামীযের সহ-সভাপতি মাহফুজ আহমদ, সাধারণ সম্পাদক দিলশাদ আনোয়ার, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ আহমদ রাইয়ান, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ জুনেদ, তাহমীদ আহমদ, প্রচার সম্পাদক মিনহাজ আহমদ নাফিম, অর্থ সম্পাদক নাজির উদ্দিন, সহ-অফিস সম্পাদক জুয়েল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক সাজু আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক ফয়সল আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক মারুফ আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) মুমিনদের হৃদয়ের স্পন্দন। আর ইসলাম হল বিশ্বনবী (সা.) এর আনীত জীবনব্যবস্থা। ভারতের কথিত ধর্মীয় গুরু নিলগিরি মহারাজ ও ক্ষমতাসীন বিজেপির বিধায়ক নীতেশ রানে ইসলাম ও বিশ্বনবী (সা.) কে নিয়ে কটূক্তি করে মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ ঘটিয়েছে। মুসলমানরা সবকিছু সহ্য করলেও বিশ্বনবী (সা.) এর অবমাননা সহ্য করবে না। এ দুই কুলাঙ্গারকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন