জকিগঞ্জে পুলিশের অভিযানে ১ পলাতক আসামি গ্রেফতার


জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক ১ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার সময় জকিগঞ্জ সদর ইউনিয়ন থেকে এই পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। গেফতারকৃত আসামী জকিগঞ্জের সদরপুর (মধুদত্ত) গ্রামের আজির উদ্দিনের ছেলে সালমান আহমদ।

জকিগঞ্জ থানার মিডিয়া অফিসার এসআই মফিদুল হক সজল জানান, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জকিগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহমুদ হাসান রিপনের নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে জকিগঞ্জ থানার চৌকষ  অভিযানিক দল এএসআই ওমর ফারুক ও এএসআই মোজাম্মেলের নেতৃত্বে একদল পুলিশ আসামীকে গ্রেফতার করে। আসামিকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন