জকিগঞ্জে বাড়তি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রি ও কাঁচা বাজার নিয়ন্ত্রণ রাখতে উপজেলা প্রশাসনের অভিযান জোরদার করা হয়েছে। প্রতিদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, বাজার মনিটরিং কমিটির সদস্যবৃন্দ এবং থানা পুলিশকে সাথে নিয়ে উপজেলার প্রত্যেকটি হাট-বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম তদারকিসহ মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রেখেছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিমের নেতৃত্বে জকিগঞ্জের সোনাসার বাজারে অভিযান পরিচালনা পরিচালনা করে ৭ টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ১৬০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিভিন্ন অপরাধের জন্য জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৫১ ধারা প্রয়োগ করে এসব জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফরিদ, জকিগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন সহ অন্যান্যরা।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম।